একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের দেশ ছেড়ে বাইরে চলে যেতে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ২৩ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ। সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে নগর বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। অলি আহমদ বলেন, প্রশাসন আমাদের কাছে কমিটমেন্ট করেছিল নির্বাচনকালে নিরপেক্ষ থাকবে। কিন্তু এরপর থেকে আমাদের টেলিফোনও রিসিভ করছে না।
তাদের ভেতরও একটা আতঙ্ক কাজ করছে। আমরা যারা প্রার্থী আছি তারা যদি রিটার্নিং কর্মকর্তা কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে না পারি, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতে না পারি তাহলে সমস্যাগুলোর প্রতিকার কোথায় পাবো? তিনি বলেন, আপনারা আমাদের শত্রু না। সরকারেরও বন্ধু না। আপনারা জনগণের বন্ধু।