চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে ডাকাতি-ছিনতাই মামলার আসামি ধরতে যাওয়া পুলিশের এক সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে; একই ঘটনায় পুলিশসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ কলাবাগিচা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।
আহত পুলিশ কনস্টেবল মো. রাসেল মিয়া কোতোয়ালী থানার অধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়িতে কর্মরত। একই ঘটনায় এএসআই আবু হায়াত আরেফিন ও স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত আজাদের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৭টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আজাদকে ধরতে গিয়েছিল পুলিশ। তখন সে কিরিস দিয়ে কনস্টেবল রাসেল মিয়ার মাথায় কোপ দেয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে আজাদ হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়।
‘গুরুতর আহত রাসেল মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গুলিবিদ্ধ আজাদকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ঘটনার সময় স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিনের হাতে কোপ দেয়া হয়েছে। এএসআই আবু হায়াত আরেফিনও আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।