spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে আমীর খসরুর গণসংযোগে হামলা

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী গণসংযোগে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গণসংযোগে অংশ নেওয়া পাঁচ বিএনপিকর্মী আহত হন।

আজ বুধবার দুপুরে নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকায় এই বিএনপি প্রার্থীর গণসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রলীগকর্মীদের দায়ী করেছেন চট্টগ্রাম-১১ আসনের বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে তিনি পূর্ব মাদারবাড়ীতে গণসংযোগ করছিলেন।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন ছেলে আমাদের গণসংযোগে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আমাদের কয়েকজন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করছে।’

হামলাকারীদের ‘চিহ্নিত সন্ত্রাসী’ উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীদের সবাই পরিচিত। আমরা আইনি ব্যবস্থা নেব।’

নগরীর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘পূর্ব মাদারবাড়ীতে দুপুরে বিএনপির প্রার্থীর গণসংযোগ চলাকালে সেখানে আওয়ামী লীগের লোকজনেরও মিছিল চলছিল। তবে হামলার কোনো অভিযোগ পাইনি।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ