ইসি’র নির্দেশনা অমান্য করে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করছে পুলিশ

 

- Advertisement -

বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান এক বিবৃতিতে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে পুলিশ বুধবার তাঁর নির্বাচনী এলাকার হালিশহর থানা বিএনপির ১০০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে হালিশহর থানায় গায়েবী মামলা দায়ের করেছে।

এছাড়া হালিশহর ও পাহাড়তলী থানা পুলিশ আজ নির্বাচনী পোষ্টার লাগানোর সময় বিএনপি নেতা সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, সাইফুল আলম ও নাজিম উদ্দিন কে গ্রেপ্তার করেছে। ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে মাইকিং করে নির্বাচনী প্রচারনার সময় সরকারী দলের সন্ত্রাসীরা মাইক ভাংচুর করে এবং বিএনপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।

এছাড়া খুলশী থানার এস আই আবদুর রহিম ও এস আই হীরনের নেতৃত্বে মহানগর বিএনপির সহ সভাপতি এস.কে. খোদা তোতনের বাসার নিছ তলায় কর্মী সভার প্রস্তুুতি চলাকালে অভিযান চালিয়ে চেয়ার ও আসবার পত্র নিয়ে গেছে।

এছাড়া গতকাল খুলশী থানা পুলিশ বিনা অভিযোগে মহানগর বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান স্বপন ও যুগ্ম সম্পাদক জাহাংগীর আলম দুলালের বাসায় অভিযান চালিয়েছে।

বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে সরকার পুলিশকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে ভোট কেন্দ্র দখল করার আগাম প্রস্তুতি শুরু করেছে। তিনি অবিলম্বে বেআইনী পুলিশী অভিযান ও নির্বাচনী সহিংসতা বন্ধ করার জন্য নিবার্চন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন।

সর্বশেষ