বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়া পল্টনে মানববন্ধন অনুষ্ঠিত

দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি।

- Advertisement -

আজ বুধবার সকাল ১১টার দিকে নয়া পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন শুরু হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন দুপুর ১২টার কিছু আগে শেষ হয়। এদিকে এ মানববন্ধনকে ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। তবে গতরাতে স্থান পরিবর্তনের কথা জানানো হয় দলের পক্ষ থেকে।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া। তার মুক্তির জন্য আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি।

সর্বশেষ