- Advertisement -
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে বিএনপি।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর হোটেল লেকশোরে ইশতেহার ঘোষণা শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সোমবার জোটগতভাবে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলটির সিনিয়র নেতারা উপস্থিত আছেন।
জানা গেছে, ২০১৭ সালের মে মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থাপন করা ‘রূপকল্প ২০৩০’-এর আলোকে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
আজ ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে।প্রসঙ্গত, বিএনপির প্রধান নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট সোমবার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করেছে।