সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের প্রচার মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। আজ বুধবার বিকালে পুলিশের ধাওয়ায় গোলাপগঞ্জ চৌমুহনীতে বিএনপি আয়োজিত পথসভা পন্ড হয়েছে। এ সময় পুলিশ বিএনপি’র ৮/১০জন নেতাকর্মীকের গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন ধানের শীষ সমর্থকরা।
- Advertisement -
জানা যায়, পূর্ব ঘোষিত বিএনপির গণসংযোগের ঘোষণা করা হলে ৪টার দিকে গোলাপগঞ্জের চৌমুহনীতে বিএনপির নেতা কর্মীরা জড়ো হতে থাকলে এবং মাইকের মাধ্যমে সভাস্থলে বিএনপির নেতাকর্মীদের আহবান করা হলে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ তাদের ধাওয়া করে এবং বিএনপির নেতাকর্মীদের লার্ঠিচার্জ করে। এ সময় ঘটনাস্থল থেকে ৮-১০ জনকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। (বিস্তারিত আসছে)