সিরাজুল আলম টিপুৃ : চট্টগ্রাম মহানগরী থেকে এক অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে ডবলমুরিংয়ের মোল্লাপাড়া এলাকা থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
- Advertisement -
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি (তদন্ত) জহির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউসুফ মিয়ার বাড়ির বাউন্ডারি থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই তরুণীকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। তরুণীর বয়স ২২ থেকে ২৫ বছর হতে পারে।