দৈনিক মানবকণ্ঠের সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
আবু বকর চৌধুরীর ছোট ভাই মো. আলী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাই আবু বকর চৌধুরী ধানমন্ডির ১১/এ তে ৭২ নম্বরের নিজ বাসায় স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর ৫টা ১৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. আলী চৌধুরী আরও জানান, বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
আবু বকর চৌধুরী মানবকণ্ঠের সম্পাদক ছাড়াও আজকের কাগজের নিউজ এডিটর ও সমকালের জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কর্মরত ছিলেন।