- Advertisement -
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সামনে কাভার্ডভ্যান চাপায় মিতু বড়ুয়া নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, মিতু বড়–য়া চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সকালে কলেজে যাওয়ার পথে বেপরোয়াভাবে ছুটে আসা কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা গেলেও ঘাতক চালক ও তার চালকের সহকারি পালিয়ে গেছে।