মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দেবে সরকার

 

- Advertisement -

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দেবে। শতভাগ চিকিৎসা দেয়া হবে। সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক শওকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, অন্যদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, রাজবাড়ী পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কর্মকর্তা আনসার হক, আবুল হোসেন, আমজাদ হোসেন মন্টু, মহসিন উদ্দিন বতু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ