চট্টগ্রামে ঘাতক ট্রাক কেড়ে নিল ২ বাইক আরোহীর প্রাণ

 

- Advertisement -

জাহিদুল আলম : চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম রকি (২০) ও হামিদ হাসান মিশকাত (২১) নামের ২ যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে চন্দনাইশ দেয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে মিশকাতের পরিচয় পাওয়া গেছে। সে লোহাগাড়ার পূর্ব কলাউজান শহরবানুর বাড়ির মৃত ওসমানের ছেলে।
জানা যায়, লোহাগাড়া থেকে দুই বন্ধু বাইকযোগে চট্টগ্রাম শহরে আসার পথে চন্দনাইশ দেয়ানহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রকি নিহত হয়। অপরদিকে আহত অবস্থায় মিশকাতকে প্রথমে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে পরে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার। তিনি বলেন, চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় মিশকাত ও রকি নামের ২ যুবক নিহত হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে রকি মারা যায় এবং মিশকার সোমবার রাত ২ টায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সর্বশেষ