নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেক সমৃদ্ধ। এই ইন্ডাস্ট্রিতে মডেলেরও কমতি নেই। ফ্যাশন, মডেলিং, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, মঞ্চ নাটক কিংবা টেলিভিশন কমার্শিয়ালের অধিকাংশ কাজ ঢাকা কেন্দ্রীক হলেও ফ্যাশন মডেলিং-এর ক্ষেত্রে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামও ক্রমশঃ সমৃদ্ধ হচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রামেও কিছু কিছু প্রতিভাবান মডেল নিজেদের প্রতিভার মাধ্যমে অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন। চট্টগ্রামে এমন কিছু মডেল ইতিমধ্যে তৈরি হয়েছেন যারা আকর্ষনীয় অবয়বের পাশাপাশি সৌন্দর্য্যরে মাপকাঠিতেও নিজেদের সবার থেকে আলাদা করে উপস্থাপন করেছেন। মডেলিং-এর ছাড়াও যাদের রয়েছে মঞ্চ নাটকেও দুর্দান্ত অভিনয়ের প্রতিভা। বন্দরনগরীর এমনই একজন প্রতিভাবান মডেল ও মঞ্চ শিল্পি তাহসিনা জেনি। মডেলিং আর মঞ্চ নাটকে জেনির ইর্ষনীয় প্রতিভা। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হওয়ার পাশাপাশি মঞ্চ নাটকে কাজ করছেন নিয়মিত। সম্প্রতি চট্টগ্রামে নতুন প্রতিভাবান মডেলদের নিয়ে আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অসংখ্য মডেলদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন আলোচিত জেনি। নিজের সম্পর্কে বলতে গিয়ে তাহসিনা জেনি জানান, ছোট্টবেলা থেকেই চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে তার পদচারনা। শৈশব-কৈশোর থেকেই নাটক, অভিনয়, আবৃত্তিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছে। সবচেয়ে বেশি ভালোবাসা অভিনয়ের প্রতি। শিল্পকলা একাডেমির বেশ কিছু আলোচিত মঞ্চ নাটকে অভিনয় করে প্রশংসিত জেনি এখন ভরপুর তারুণ্যে এসে মডেলিং-এও নিজের প্রতিভার সাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। বন্দরনগরী চট্টগ্রামের মডেল ইন্ডাস্ট্রিতে যে ক’জন প্রতিভাবান মডেল ইতিমধ্যে নজর কাড়তে সক্ষম হয়েছে জেনি তাদের মধ্যে অন্যতম। জেনির সর্বশেষ পারফরমেন্স ছিলো শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল ম্যাগাজিন ক্লিক আয়োজিত ফ্যাশন শো-তে। এছাড়া নগরীর বেশ কিছু আলোচিত ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন তিনি। মডেল হিসেবে অভিনয় করেছেন একাধিক টিভিসিতেও। মডেলিং-এ অনেকের নজর কাড়তে সক্ষম হলেও জেনির কাছে পছন্দ বা ভালোবাসার বিষয় মঞ্চ নাটক। ইতিমধ্যে তিনি মা জননী, শিল্পি, ৭১-এর স্মৃতিকথা, অভাগীর স্বর্গ নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। এছাড়া টেলিভিশন বিজ্ঞাপনের মধ্যে হোটেল হেরিটেজ এবং মিস্টার ক্যান্ডি’র টিভিসিতে মডেল হিসেবে অংশ নিয়ে নিজের মডেলিং প্রতিভার সাক্ষর রেখেছেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার বড় তাহসিনা জেনি মডেলিং-এ ব্যস্ত থাকলেও পড়ালেখা চালিয়ে যাচ্ছেন একই সাথে। বর্তমানে তিনি চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজী বিষয়ে সেভেন সেমিস্টারে অধ্যায়ন করছেন। এর পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমি নাট্যকলা বিভাগে অধ্যায়ন করছেন তৃতীয় বর্ষে। সম্পৃক্ত আছেন প্রমা আবৃত্তি সংগঠনের সাথে। মঞ্চ নাটক, আবৃত্তি এবং মডেলিং-এ সমান দক্ষ জেনি তার আগামীর স্বপ্নের কথা জানিয়ে বলেন মঞ্চ নাটক তার ভালোবাসার জায়গা। তবে নিজেকে একজন মডেল হিসেবে সফলভাবে তৈরি করতে চান। মডেলিং-কে নিতে চান ক্যারিয়ার হিসেবে। জেনির বাবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা সাইদুল আলম এবং মা আঞ্জুমান আকতার। দু’জনেই জেনিকে সাংস্কৃতিক ক্ষেত্রে পদচারনায় উৎসাহ যোগান। বড় কন্যা হিসেবে সবধরনের সহায়তাও দিয়ে থাকেন মেয়েকে। জেনি জানান, দেশের মডেল ইন্ডাস্ট্রির সকল সুযোগ সুবিধা কেবলই ঢাকা কেন্দ্রীক। চট্টগ্রামে অনেক প্রতিভা থাকলেও প্রয়োজনীয় সুযোগ না পাওয়ায় তারা তাদের প্রতিভা উপস্থাপন করতে পারেনা। জেনি বলেন, সুযোগ পেলে আমরাও নিজেদের উপস্থাপন করতে পারবো দেশের সাংস্কৃতিক অঙ্গনে। টেলিভিশন কমার্শিয়াল, প্রোডাক্ট ব্র্যান্ডিংসহ যে কোন ধরনের প্রমোশনাল বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে মডেলিং-এ ক্যারিয়ার গড়ার আগ্রহ প্রকাশ করেন তাহসিনা জেনি।