spot_imgspot_img
spot_imgspot_img

ক্যান্সারের চিকিৎসা শেষে শুটিংয়ে সোনালী বেন্দ্রে

spot_img

 

- Advertisement -

গত বছর হঠাৎ করেই বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রের ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি ভারতে ফিরেছেন তিনি।

চিকিৎসা চলাকালীন পুরো সময়টা সোনালী জীবন নিয়ে খুবই আশাবাদী ছিলেন। সবসময় ইতিবাচক সব পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি স্বপ্ন দেখেছেন নতুন দিনের। সুস্থ হয়ে সোনালী আবারও ফিরেছেন শুটিং সেটে।

সম্প্রতি কাজে ফিরতে পারার অনুভূতি নিয়ে সোনালি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কাজে ফিরতে পেরে সত্যিই আমি আপ্লুত। আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারছি…এই অনুভূতিটা যে কত সুন্দর সেটা প্রকাশ করার কোন ভাষা নেই আমার।’

সোনালী আরও লিখেছেন, ‘চিকিৎসা চলাকালীন এই সময়টাতে আমার মধ্যে প্রচুর অনুভূতি জমা হয়েছে। এখন আমি সেটাকে ঢেলে কাজে লাগাতে পারবো।’ নিজের লেখা সেই পোস্টে কাজে ফিরতে পারার অনুভূতি নতুন দিনের সূর্যোদয় দেখার মতোই বলে মন্তব্য করেন সোনালী। সূত্র: ইন্ডিয়া টুডে

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ