spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ‘রাজনৈতিক সিদ্ধান্ত’

spot_img

 

- Advertisement -

কারাবন্দি খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রোববার কুমিল্লার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন বহালের আদেশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মাহবুব বলেন, আমি বারবার বলেছি, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে ম্যাডাম খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দেবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি, চিকিৎসার জন্য প্যারোল যায়।

রাজনৈতিক অঙ্গনে প্যারোলে যাওয়া প্রায়ই দেখা যায় জানিয়ে এই আইনজীবী বলেন, আমাদের দেশে, ভারতে ও পাকিস্তানে প্যারোলে মুক্তির পাওয়ার অনেক নজির আছে। আমরা চাই তাকে আইনগতভাবে মুক্তি দেওয়া হোক।

জামিন বহালের বিষয়ে খন্দকার মাহবুব বলেন, সরকারের আবেদন ডিসমিসড করে জামিন বহাল রেখেছেন। সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় জামিন কঠিন হবে। এখনো তার দুটি মামলা পেন্ডিং আছে। তবে এর মধ্যে আর কোনো মামলা না দিলে ওই দুটি (জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট) মামলায় জামিন পেলে তিনি জেল থেকে বের হবেন।’

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করা হয়নি বলে জানান তার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন।

প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত বছরের ৮ এপ্রিল থেকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক খালেদা জিয়া। তবে তিনি গুরুতর অসুস্থ বলে বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে। তারা খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে চিকিৎসা দেয়ার বিষয়ে আগ্রহী নয়। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে সরকার তাকে বিএসএমএমইউতে চিকিৎসার দেয়ার বিষয়ে বারবার বলে আসছে।

গত বছরের ৬ অক্টোবর চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। গত ৮ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়। তবে বিএনপি অভিযোগ করে আসছে তাকে চিকিৎসা শেষ না করেই ফিরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ গত ১ এপ্রিল খালেদা জিয়াকে পুনরায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এখনো তিনি সেখানেই আছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ