চট্টগ্রামে বিভাগে শ্রেষ্ঠ সরাইলের ওসি মফিজ উদ্দিন

 

- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। গত সোমবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম(বার) আনুষ্ঠানিকভাবে মফিজ উদ্দিনের হাতে সম্মাননা স্বারক ও ক্রেষ্ট তুলে দেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার এসপি মো. আনোয়ার হোসেন খান, বিপিএম (বার), পিপিএম বলেন, ২০১৭ সালের ২৮ অক্টোবর সরাইল থানায় যোগদান করেন মফিজ উদ্দিন। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের ওসি ছিলেন। পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিচারে তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ