ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

 

- Advertisement -

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী উখেংনু রাখাইন। সে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী।

আজ (২৭ জুলাই) বিকাল ৩ টায় কক্সবাজার নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।

জানা যায়, ক্যাম্পাসে থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয় উখেংনু। কিছুদিন সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলো। পরে অবস্থার অবনতি হলে বাসায় নিয়ে যাওয়া হয়। এক সপ্তাহেও জ্বরে না কমাতে আজ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু পথেই ডেঙ্গুর সাথে পরাজিত হয়ে মৃত্যুবরন করে।

এ বিষয়ে বিশিষ্ট মশা বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডেঙ্গু ও এডিস মশা দমনের জন্য আমি নিজেই উদ্যোগী হয়ে গত ১৬ ই জুন ভিসি মহোদয় বক্তিগত সচিব মো. ছানোয়ার হোসেন, রেজিস্টার, স্টেট অফিসার মো নুরুল আমিন, জীববিজ্ঞান অনুষদের ডিন এদের সবাইকে অনুরোধ করেছি, যেন জরুরী ভিত্তিতে এডিস মশা নির্মূলে উদ্যোগ গ্রহণ করা হয়। একজন গবেষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে নিয়ন্ত্রণ পদ্ধতি বলে দেওয়া। কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। একজন বিজ্ঞানী ও গবেষক মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ কার্যক্রম করতে পারবে না।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোহাম্মদ আলী ও প্রীতিলতা হলের প্রভোষ্ট সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকাকে মুঠো ফোনে চেষ্টা করে পাওয়া যায়নি।

সর্বশেষ