spot_imgspot_img
spot_imgspot_img

সাংবাদিকতা ও পুলিশের চাকরি দুটোই ঝুঁকিপূর্ণ পেশা, বললেন ডিএমপি কমিশনার

spot_img

 

- Advertisement -

সাংবাদিকতা ও পুলিশের চাকরি দু’টি ঝুকিপূর্ণ পেশা। ঝুঁকি মাথায় নিয়েই এই পেশার মানুষেরা কাজ করেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোশিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের ধরন একই। পুলিশ ২৪ ঘন্টা কাজ করেন, সাংবাদিকরাও ২৪ ঘন্টা কাজ করেন। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অন্যায়, অনিয়ম তুলে ধরেন সাহসের সাথে। মানুষের জন্য কল্যাণ কর কাজের চেয়ে, বড় আর কোনো কাজ হতে পারেনা।

কমিশনার আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সাংবাদিকরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। ট্রাফিক আইন ভঙ্গ করেছে কেউই ছাড় পায়নি। আপনারা দেখেছেন সচিব, পুলিশ ও ভিআইপিরাও ছাড় পায়নি। এখন সড়কে অনেকটা শৃঙ্খলা ফিরেছে। হেলমেট ব্যবহার বেড়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি মাসেই এমন সড়ক দুর্ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারা যাচ্ছেন।

ক্র্যাবের সভাপতি আবুল খায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির কর্মকর্তা শাহাদাত হোসেন সোহাগ। উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মন্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ক্র্যাব সহসভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ