মো.মুক্তার হোসেন বাবু : বাবার আদর্শের পথকে আরো সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে নিজেকে সফল লিডার হিসেবে প্রমাণও করেছেন। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ভবনে গৌরবের ৭০ বছর তারুণ্যের ভাবনায় আওয়ামীলীগ অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেক বড় বড় রাজনীতিবিদরা এ দেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চেয়েছেন। আর এ দেশকে স্বাধীন করার লক্ষ্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু এ দেশের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি সফলও হয়েছেন। এইচ টি ইমাম বলেন, বাবার আদর্শের পথকে আরো সুদৃঢ় করতে আমার নেত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে নিজেকে সফল লিডার হিসেবে প্রমাণও করেছেন। এ সময় প্রধানমন্ত্রী একজন ক্যারিশম্যাটিক লিডার বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরবরাই তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই হয়েছে। আবার অনেক ক্ষেত্রে তিনি তাঁর বাবাকেও ছাড়িয়ে গেছেন। তাই নিঃসন্দেহে বলা যায়, আমার নেত্রী একজন ক্যারিশমাটিক লিডার।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সচিব শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, টিএমএইচ শামসুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।
অনুষ্ঠানে কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগে সব এলাকায় কুঁড়েঘর দেখা যেতো। কিন্তু এখন দেখা যায় না। তাই নিঃসন্দেহে বলা যায়, এখন শুধু কবিতায় খুঁড়ে ঘর আছে, বাস্তবে নেই। তিনি আরও বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। এখন আর সন্তানরা মাকে বলে না, মা আমাকে বাসি ভাত দাও। এখন আর দেখা যায় না কোনো মায়ের সন্তানকে রাস্তায় খালি পায়ে হাঁটতে।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এ লাইনটির কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই দেশ স্বাধীন করার জন্য অনেক লড়াই করেছেন। আর দেশ স্বাধীন হওয়ার পরই ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এ গানটি সবার মন ছুঁয়েছে। এ গানটির সুরে দেশের স্বাধীনভাব গড়ে উঠেছে।
এদিকে ব্যক্তিস্বার্থ নয়, আদর্শই মূল- এ কথা উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এ দেশ দরিদ্র দেশ। ছাত্র হিসেবে সমাজের সুবিধার কথা চিন্তা করে, দেশ ও ছাত্র রাজনীতির কথা চিন্তা করে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে আদর্শিক হতে হবে। মেয়র বলেন, এ সংগঠন এবং আজকের ছাত্ররাজনীতি ও আজকের এ আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই এগিয়ে এসেছে। বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন দেশ হিসেবে দেশবাসীর কাছে তুলে দিতে নিজেই নেতৃত্ব দিয়েছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সম্মান করতে হবে। এ ছাত্ররাজনীতির সাথে বঙ্গবন্ধুর আদর্শকে সম্মান করে ও আদর্শকে নিয়ে সামনের পথে এগিয়ে যেতে হবে।