গাজীপুরের টঙ্গীর আরিচপুর থেকে ধরে নেয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দেয়া হয়েছে। রোববার রাত পৌনে ১০টায় তাকে ছেড়ে দেয়া হয় বলে যুগান্তরকে জানিয়েছেন জেলা পুলিশ সুপারের বিশেষ শাখার পরিদর্শক মো. মমিনুল ইসলাম।
তিনি জানান, নোমানকে আটক করা হয়নি। নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল। রাত পৌনে ১০টায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে রোববার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের এক সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পর পুলিশ নোমানকে ধরে নিয়ে যায় বলে যুগান্তরকে জানিয়েছিলেন তার ব্যক্তিগত গাড়িচালক জাহাঙ্গীর।
সাবেক মন্ত্রী নোমানকে আটকের বিষয়ে টঙ্গী থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই তানিয়া আক্তার বলেন, নোমানসহ ১৩ জনকে থানায় আনা হয়েছে। তাদের মধ্যে সাব্বির হেসেন, শহীদুল ইসলাম ও আজাদ হোসেন নাম জানালেও বাকিদের বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
একই দিন বিকালে হাসান উদ্দিন সরকারের বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ির ভেতর বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা রাত প্রায় ৯টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন।