spot_imgspot_img
spot_imgspot_img

তাসফিয়া হত্যায় আদনানকে রিমান্ড মঞ্জুর করেনি আদালত

spot_img

 

- Advertisement -

চট্টগ্রামে সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া হত্যা মামলার আসামি তার ছেলে বন্ধু আদনানের রিমান্ড মঞ্জুর করেনি আদালত।

রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত শিশু আদালতের বিচারক জান্নাতুল ফেরদাউস তাকে কিশোর সংশোধানাগার কেন্দ্র গাজীপুরের তত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।

একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেদন দিতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী সমকালকে বলেন, ‘তাসফিয়া হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেননি। আদালত আসামি আদনানকে গাজিপুর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেন।’

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সন্ধ্যার পর কর্ণফুলীর তীরে পাথরের ওপর কিশোরী তাসফিয়াকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। এক পর্যায়ে একটি চিৎকার শোনার পর আর কাউকেই দেখা যায়নি ঘটনাস্থলে।

পরদিন সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কর্ণফুলীর তীরে পাথরের ওপর উপুড় হয়ে পড়ে থাকায় অবস্থায় ওই তাসফিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তাসফিয়ার বাবা মো. আমিন বাদী হয়ে নগরীর পতেঙ্গা থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আদনান ছাড়া অন্য আসামিরা হলেন- মো. সোহাইল, শওকত মিরাজ, আসিফ মিজান, ইমতিয়াজ সুলতান ইকরাম ও মো. ফিরোজ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ