খালেদা জিয়ার জামিন শুনানি কাল পর্যন্ত মুলতবি

 

- Advertisement -

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে সকাল ৯টা ৩৫ মিনিটে শুনানি শুরু করেন তারা। এসময় দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল। শুরুতেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান বক্তব্য রাখেন।
সকাল ১১টার দিকে তিনি বিরতি নেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য আদালতে হট্টগোল বাধে। শুনানিতে মাহবুবে আলম আদালতকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বিচারিক আদালতে চলাকালে ৬৭টি তারিখের মধ্যে খালেদা জিয়া মাত্র আট দিন হাজির হয়েছিলেন। আবার হাজির হলেও বারবার সময় আবেদন করেছেন। মামলার পাঁচ বছর পর চার্জ গঠন হয়। এরপর তারা কয়েকবার হাইকোর্টে মামলা করে সময় ব্যাহত করেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নাল আবেদীন অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে রাজনৈতিক উল্লেখ করে আপত্তি তুলেন। বিএনপি সমর্থিত আইনজীবীরা এসময় হট্টগোল করেন। এরপর বিচারপতিদের হস্তক্ষেপে শুনানি আবার শুরু হয়। প্রসঙ্গত, গত ১৯শে শে মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন ৮ই মে পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আপিল করে।

সর্বশেষ