বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে ‘বুলবুল’?

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ (৬ নভেম্বর) সকাল ৯টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।’

এদিকে ভারতের আবহাওয়া দপ্তর বলছে, ‘নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি প্রথমে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী সময়ে উত্তর-উত্তর দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ওডিশা ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।’ ভারতীয় সংবাদমাধ্যম ডাউন টু আর্থ এ খবর জানিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, এর নাম হবে ‘বুলবুল’। ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়ার ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে সংবাদমাধ্যম ডাউন টু আর্থ-এর প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: এনটিভি

সর্বশেষ