মো.মামুন:: সীতাকুণ্ডের সাবেক সাংসদ আবুল কাসেম মাষ্টারের আজ ৪র্থ মৃত্যু বার্ষিকী সাবেক সাংসদ মরহুম আলহাজ্ব এ বি এম আবুল কাসেম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এমম ফজলে করীম চৌধুরী এমপি, দিদারুল আলম এমপি,সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম সীতাকুণ্ডের গণমানুষের নেতা হিসেবে খ্যাত সাবেক প্যানেল স্পিকার ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এ বি এম আবুল কাসেম মাস্টারের আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী।
তিনি সীতাকুণ্ড সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দু’বারের নির্বাচিত সংসদ সদস্য ছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী নেতা হিসেবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।