রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় পা হারানো কমিউনিটি পুলিশ সদস্য আলাউদ্দিন সুমন (৪০) মারা গেছেন।
পাঁচ দিন চিকিত্সাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, ১২ মে হানিফ ফ্লাইওভারে দায়িত্ব পালন করার সময় গুলিস্তানগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়। এরপর ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুর গ্রামে। বাবার নাম আবু তাহের। তার স্কুলপড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের ভাই সালাউদ্দিন পলাশ এ ঘটনায় বাদী হয়ে ওয়ারী থানায় একটি মামলা করেছেন।
ওয়ারী থানার এসআই জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত বাস ও চালক উভয় অাটক করা অাছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।