বন্দী কয়েদীদের জন্য মাক্স দিলেন সাবেক ছাত্রনেতা লিটন

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: চটগ্রাম কেন্দ্রীয় কারাগারে করোনা প্রতিরোধে বন্দী কয়েদীদের মাঝে বিতরণের জন্য ৫শ মাক্স দিয়েছেন বেসরকারী কারাপরিদর্শক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান লিটন। বুধবার দুপুর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল আলমের হাতে এ মাক্স তুলে দেন সাবেক ছাত্রনেতা। এসময় সাবেক এছাত্রনেতা করোনার এদূর্যোগে সকল বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ