spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে আরও ৩৫ জনের করোনাভাইরাস পজিটিভ

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস (কোভিড-১৯) ৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। তারমধ্যে চট্টগ্রাম জেলার ৩৫ জন। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। রোববার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শনিবার নমুনা পরীক্ষার পর সিভাসু কর্তৃপক্ষ আজকে দুপুরে ৫৩ জনের করোনা পজিটিভ থাকার তথ্য জানায়। ৫৩ জনের মধ্যে চট্টগ্রামে শনাক্ত ৩৫ জন।  চট্টগ্রামের নতুন করোনা রোগীদের মধ্যে লোহাগাড়া উপজেলার ১৪ জন, রাঙ্গুনিয়া উপজেলার ১০ জন, সন্দ্বীপ উপজেলার ৭ জন, রাউজান উপজেলার ১ জন, বাঁশখালী উপজেলার ১ জন ও মহানগর এলাকার ২ জন রয়েছেন। এছাড়া বাকি শনাক্তদের মধ্যে নোয়াখালীর ৮ জন, ফেনীর ৭ জন ও লক্ষ্মীপুরের ৩ জন আছেন।

 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি  জানান পজিটিভ বেশি আসা এবং স্যাম্পল গুলো ৭ দিনের বেশি হওয়ায় শনাক্তদের আবার নমুনা পরীক্ষা হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ