চট্টগ্রামে দ্রুতগামী বাস চাপায় মোটর সাইকেলরোহী নিহত

 

- Advertisement -

জেসাদ আলম সম্রাট :: চট্টগ্রামে একটি দ্রুতগামী বাস চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহত ও আহত দুইজনই ভাই। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় কর্ণফুলী উপজেলার কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কোম্পানি (কেইপিজেড) এলাকায় এ দুর্টঘনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া বলেন, মোটরসাইকেল করে কাজে যোগ দিতে যাওয়ার পথে দুইভাই বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় দুইভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার মধ্যে পারভেজ নামে একজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন রায়হান উদ্দীন নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কতলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী পারভেজ উদ্দীন শাহ (২৪) আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের আনোয়ার সওদাগরের ছেলে। এছাড়া একই ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মোটরসাইকেলে থাকা নিহতের ভাই রায়হান উদ্দীন শাহ (২২)।

সর্বশেষ