সিরাজুল আলম টিপু :: চট্টগ্রাম মহানগরীর একটি এলাকায় ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিষ্কার করতে ট্যাংকে নামার পর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। মৃত দুই শ্রমিক হলেন মো. রাজু আহমেদ (২৭) ও মো. খুরশিদ আলম রায়হান (২৮)। দুইজনেরই বাড়ি নোয়াখালীতে।গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে আকবর শাহ থানাধীন হারবাতলী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, নিহত দুজনই নির্মাণ শ্রমিক। সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়েন এরা। বিষাক্ত এ গ্যাসের কারণেই দুই শ্রমিকের মত্যু হয়েছে। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বিষাক্ত গ্যাসের কারণেই তদের মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।
জানা গেছে, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।