সিরাজুল আলম টিপু :: ‘দয়াল নবীজী-১’ নামের মাছ ধরার নৌযানের ৩৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার সকালে বঙ্গোপসাগরের ভাসানচরের অদূরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এই নৌযান থেকে কোস্ট গার্ড পূর্বজোনের অধীন জাহাজ ‘বিসিজি সবুজ বাংলা’ সাগরে টহল দেওয়ার সময় তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা কোস্ট গার্ডকে জানিয়েছেন, গত ১২ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করেছিলেন তারা। নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাগরে ভাসতে থাকে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক জানান, সকাল আটটার দিকে ভাসানচরের অদূরে নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে এমন খবর পেয়ে ‘বিসিজি সবুজ বাংলা’ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে নৌযানটি ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় ৩৫ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা জেলেদের নৌযানটিসহ কোস্ট গার্ডের পতেঙ্গা আউটপোস্টে এনে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।