চট্টগ্রাম বন্দরে ভারসাম্য হারিয়ে একপাশে হেলে পড়ছে জাহাজ

সিরাজুল আলম টিপু :: চট্টগ্রাম বন্দরে ‘ওইএল হিন্দ’ নামে একটি জাহাজ ভারসাম্য হারিয়ে একপাশে হেলে পড়েছে। পানামা পতাকাবাহী কনটেইনার এই জাহাজটি কেন ও কিভাবে কাত হয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে বন্দর কর্মকর্তারা জানান। রপ্তানি পণ্য বোঝাই ও খালি কনটেইনার মিলে ৯৬৪ টিইইউ’স জাহাজটি গতকাল রাববার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, পানামা পতাকাবাহী ‘ওইএল হিন্দ’ নামের কনটেইনার জাহাজটি বন্দরের ১১ নাম্বার জেটিতে ছিলো। জাহাজটি ৮-১০ ডিগ্রি কাত হয়ে গেছে। ১৮৪ দশমিক ১০ মিটার লম্বা এবং সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজটিতে কনটেইনার লোড করার পর ভারসাম্য হারিয়ে জেটির দিকে কাত হয়ে যাওয়ায় বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়নি। ৫০০ টন ওজনের ২০টি কনটেইনার নামিয়ে ভারসাম্য (জিএম-১ মিটার) ঠিক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেনডেন্ট সারভেয়ার দিয়ে জাহাজটি সমুদ্রে চলাচলের উপযোগী এমন রিপোর্টের পর জাহাজটি বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে।

সর্বশেষ