সিরাজুল আলম টিপু :: চট্টগ্রাম মহানগরীতে একজন দোকান কর্মচারী খুন হয়েছেন। গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে কোতোয়ালী থানাধীন রিয়াজুদ্দিন বাজারে টাকা চুরির অভিযোগে ১৮ বছর বয়সী রাসেল নামের ওই দোকান কর্মচারীকে পিটিয়ে মারা হয়েছে। বাজারের ভেতরের রেস্ট হাউস রেস্টুরেন্ট সংলগ্ন একটি আচারের দোকানে এই খুনের এ ঘটনা ঘটে।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আচারের দোকান মালিক আরমান নিহত কর্মচারীকে ৫০ হাজার টাকা চুরির অভযোগ এনে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান। তবে স্থানীয় দোকানদাররা তার পকেট তল্লাশি করে ১ হাজার টাকার একটি নোট পেয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত আচার দোকানের মালিক আরমানকে গ্রেফতার করেছে। মূলত টাকা চুরির অভিযোগেই দোকান কর্মচারী রাসেলকে পিটিয়ে খুন করেন দোকান মালিক আরমান।
জানা গেছে, খুনের শিকার রাসেল নরসিংদী জেলার বাসিন্দা। আরমানের পিতা রিয়াজুদ্দিন বাজারে খুলির কাজ করেন। ওসি বলেন, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছিল। ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।