প্রিয়সংবাদ ডেস্ক :: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল মঙ্গলবার যুগান্তরকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার বাসায় আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
শায়রুল জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও তার স্ত্রী বেগম রহিমা শাহজাহানও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানান, রোববার শাহজাহান সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল করোনায় আক্রান্ত হন। আলাল সেরে উঠলেও এখনও করোনায় ধকল কাটিয়ে উঠতে পারেননি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও শামা ওবায়েদ।
এ ছাড়া দলটির নেতা জহির উদ্দিন স্বপন, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলও করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টুকু সেরে উঠলেও স্বপন ও জুয়েল এখনও আইসোলেশনে রয়েছেন।