ফিলিস্থিনে ইসরায়েলি হামলায় বাংলাদেশের উদ্বেগ-নিন্দা

গাজা এবং আল আকসা মসজিদে নারী- শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর  ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে।

- Advertisement -

সোমবার (৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, অধিকৃত ভূখণ্ডে এ ধরনের জঘন্য হামলা বন্ধে টেকসই ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে বাংলাদেশ। একই সাথে দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করে।

সর্বশেষ