সন্দ্বীপে রাত আটটার পর ও দোকানপাট খোলা পুলিশের ধাওয়াতে বন্ধ

আহমেদ সারজিলঃ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা মেনে রাত আটটার পর রাজধানীর দোকানপাট ও বিপণিবিতানগুলো বন্ধ করার প্রজ্ঞাপন জারি করা হয়।

- Advertisement -

কিন্তু চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দেখা যায় ভিন্ন চিত্র। নিষেধাজ্ঞা অমান্য করে হরদম বেচাকেনা চলছে প্রায় সব বাজারেই। নিষেধাজ্ঞার পর থেকে প্রশাসনিক তেমন কোন ব্যাবস্থা নিতে দেখা যায়নি।

সোমবার (৮ আগস্ট) রাত নয়টার সময় পুলিশ টহলে নেমে দোকানপাট বন্ধ করায়। অনেক দোকানমালিক বলেছেন, বন্ধের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ালে তাঁদের ব্যবসার ক্ষতি কম হতো।

টহলরত পুলিশ সদস্য জানান গ্রাম এলাকা হওয়ায় মানুষের সমাগম নিয়ন্ত্রণ করতে সময় লাগবে। তবে নিজেদের দ্বায়িত্ববোধ থেকে কেউ কিন্তু নিষেধাজ্ঞা মানছে না। আমাদের গাড়ি দেখলেই তাদের দোকানপাট বন্ধের হুড়োহুড়ি চলে আমরা যতক্ষণ থাকি ততক্ষন এর পর আবার খোলা হয়। তবে এ নিয়ে আমাদের টহল জোরদার করা হচ্ছে প্রয়োজন বশত আমরা প্রতিটি বাজারে পাহারা বসাবো।

বাজার থেকে বাড়িতে ফিরছিলেন হানিফ নামে এক ব্যাক্তি। নিষেধাজ্ঞার বিষয়ে জিজ্ঞেস করাতে তিনি বলেন ”বিদ্যুৎ ব্যাবস্থা না থাকায় আমি বাজার থেকে মোবাইল ফোন সহ টর্চ লাইট চার্জ করিয়ে যায়। কিন্তু লোডশেডিং এর কারনে ঠিক মত তা হয়নি তার মাঝে পুলিশ এসে দোকানপাট বন্ধ করিয়ে দিয়েছে।“

রাত আটটার পরে দোকানপাট বন্ধ রাখতে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় একটি অনুশাসন দিয়েছিল। সেই অনুশাসন বাস্তবায়ন করতে ২০ জুন থেকে বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু কোরবানির ঈদের মৌসুম হওয়ায় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কয়েক দিনের জন্য তা শিথিল করা হয়। কোরবানির ঈদের পর থেকে আবার আটটায় দোকান বন্ধের সিদ্ধান্ত কার্যকর শুরু করেছে সরকার। কিন্তু সন্দ্বীপের বাজার ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র।

সর্বশেষ