দেশের বাইরের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান কাদেরের

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশের বাইরে কোথায়, কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

- Advertisement -

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, আগস্ট এলে ষড়যন্ত্রকারীরা বিচলিত হয়ে ওঠে। কারণ তখন তাদের ষড়যন্ত্রের মুখচ্ছবি ভেসে উঠে। ক্ষমতার জন্য রাজনীতি করে বিএনপি, আর আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের জন্য।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার জন্য নির্বাচনে তাকে পরাজিত করা সম্ভব না, তাই তাকে সরিয়ে দিতে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি। তবে শেখ হাসিনাকে টার্গেট করে এবার পার পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নির্বাচনের দরকার নেই, দরকার সরকার পতনের, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের জবাব দিবে।

সর্বশেষ