spot_imgspot_img
spot_imgspot_img

প্রথমবার ভারতে রপ্তানি হলো জীবিত পাঙ্গাস মাছের পোনা

spot_img

এই প্রথম বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হলো জীবিত পাঙ্গাস মাছের পোনা। যার প্রথম চালানে ১ লাখ মাছের পোনা বোঝাই ট্রাকটি বুধবার (২৫ আগস্ট) দুপুরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।

- Advertisement -

এ পোনা চালানের বাংলাদেশের রপ্তানিকারক শার্শার জনতা ফিস ও ভারতের আমদানিকারক পি আর ফুড। প্রতি কেজি পোনার রপ্তানিমূল্য ধরা হয়েছে ১০ ডলার।

জনতা ফিসের কর্ণধার কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে এই প্রথম মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পেয়েছেন তারা। এ মাছের পোনা আগে অবৈধ ভাবে ভারতে যেতো। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এছাড়া দেশের হ্যাচারিগুলো আরও চারা মাছ উৎপাদন করতে উৎসাহী হবে। পাশাপাশি দেশে কর্ম সংস্থানের সুযোগ বাড়বে।

তিনি আরো জানান, প্রথম চালানে ৩৪টি অক্সিজেন ব্যাগে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে ভারতে আরও পোনা মাছ রপ্তানি করা হবে।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানি হয়েছে। যার প্রথম দিনে ৩৩৩ দশমিক ৪০ ডলার মূল্যে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করেছে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।

তিনি আরও জানান, চারা পাঙ্গাশ মাছের পোনা বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দরে এসে পৌছালে দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ভারতে চারা মাছের পোনা রপ্তানির মধ্যে দিয়ে বেনাপোল বন্দর আরও এক ধাপ এগিয়ে গেলো বলে তিনি জানান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ