spot_imgspot_img
spot_imgspot_img

জঙ্গল সলিমপুরে জেলা প্রশাসনের অভিযানে ৩৮ মামলা

spot_img

প্রশাসনের কঠোর নজরদারিতে জঙ্গল সলিমপুর। বুধবার সিসিটিভি ক্যামেরা স্থাপনের পর থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩৮টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, জঙ্গল সলিমপুরগামী ও সেখান থেকে বের হওয়া প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটক করে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র চেক করা হয়। জঙ্গল সলিমপুরে প্রবেশকারী সন্দেহভাজন প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়। বহিরাগতদের সলিমপুর প্রবেশে বাধা দেওয়া হয়।

এদিকে রাতভর অভিযান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ। তিনি সারারাত জঙ্গল সলিমপুরগামী সকল যানবাহন ও লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। জেলা পুলিশ, সিএমপি ও র‌্যাব অভিযানে সহায়তা করেন।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সরকারের পরিবেশবান্ধব মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গল সলিমপুরে যেন আর কোনও অবৈধ বসতি গড়ে না উঠে এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা প্রতিরোধে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। পর্যায়ক্রমে বিভিন্ন শিফটে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। প্রশাসনের কঠোর নজরদারিতে থাকবে সলিমপুর।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ