spot_imgspot_img
spot_imgspot_img

ছাড়ে রাশিয়ার সর্বোচ্চ জ্বালানি কিনছে চীন

spot_img

ইউক্রেনে আগ্রাসনের জেরে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ঠিক তখন ছাড় পাওয়ায় রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানি কিনছে চীন। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সংকট দেখা দেওয়ায় কয়লা আমদানি বাড়িয়েছে দেশটি। জুলাইয়ে রাশিয়া থেকে সর্বোচ্চ ৭৪ লাখ টনের বেশি কয়লা আমদানির রেকর্ড চীনের।

- Advertisement -

মিত্র দেশ রাশিয়া থেকে কয়লা আমদানি বাড়িয়েছে চীন। পশ্চিমা বিশ্বের রাশিয়া বয়কট নীতির বিপরীতে গিয়ে জুলাইয়ে রাশিয়া থেকে ১৪ শতাংশ বেশি কয়লা আমদানি করেছে দেশটি। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড হয়েছে।

চীনের শুল্ক বিভাগের হিসাব অনুযায়ী এ বছরের মার্চে রাশিয়া থেকে কয়লা আমদানির পরিমাণ বাড়িয়েছে চীন। গত মাসে আমদানি হয়েছে ৭৪ লাখ ২০ হাজার টন। আর দেশটির সর্বোচ্চ কয়লা আমদানির রেকর্ড জুলাই মাসে।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বাজার ধরে রাখতে কয়লা ও অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমিয়েছে মস্কো। রাশিয়ার কয়লার দাম যেখানে প্রতি টন বিক্রি হচ্ছে ১৫০ ডলারে সেখানে অস্ট্রেলিয়ার নিউক্যাসল পোর্টে কয়লা বিক্রি হয়েছে ২১০ ডলার টন।

এদিকে সম্প্রতি খরার কারণে বাধাগ্রস্ত হচ্ছে চীনের জলবিদ্যুৎ উৎপাদন। বন্ধ হয়ে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো। দেখা দিয়েছে পানির সংকট। আসন্ন শীতে পরিস্থিতির আরও অবনতির শঙ্কায় চীনা কর্তৃপক্ষ।

ফলে বাধ্য হয়েই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বাড়াচ্ছে চীন। নিজ দেশে কয়লা উত্তোলন বাড়ানোর পাশাপাশি সুলভ মুল্যে পাওয়ায় রাশিয়ার পাশাপাশি ইন্দোনেশিয়া থেকেও কয়লা আমদানি বাড়িয়েছে দেশটি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ