spot_imgspot_img
spot_imgspot_img

৪ জেলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩৬

spot_img

নোয়াখালী, মাগুরা, খুলনা ও বরিশালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩৬ জন। জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে শনিবার বিএনপির সমাবেশ ঘিরে এসব সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয়েছে বিএনপির কার্যালয়সহ বেশ কিছু মোটরসাইকেল।

- Advertisement -

শনিবার বিকেলে সমাবেশে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা নোয়াখালীর সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। এসময় বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের বাঁধা দিলে ছড়িয়ে পরে উত্তেজনা।

দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একই কর্মসূচির অংশ হিসেবে মাগুরাতেও শনিবার বিকেলে সমাবেশ করে বিএনপি। এ সময় দলটির স্থানীয় কার্যালয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় বেশ কিছু মোটরসাইকেল।

এদিকে, বরিশালে বাকেরগঞ্জের ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় ছাত্রলীগের হামলার ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। আর খুলনার খালিশপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত হয়েছে ৪ জন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ