দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততে পারলো না বাংলাদেশ

এশিয়ান মেন্স অনূর্ধ্ব ২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে প্রি কোয়ার্টার ফাইনালে কাতারের বিপক্ষে জিতে চমক দেখিয়েছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জয়ের ধারাবাহিকতা থাকেনি আলিপোর আরজির দলের। ছয়বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে।

- Advertisement -

শনিবার বাহরাইনের রিফায় দক্ষিণ কোরিয়ার কাছে সরাসরি ৩-০ সেটে হার মানে তানভীর -সিফাতরা।
এমনিতে দক্ষিণ কোরিয়া অন্যতম ফেভারিট। তারপরও লাল-সবুজ দলের সাম্প্রতিক পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছিল নতুন কিছুর। তবে দক্ষিণ কোরিয়া সেভাবে কোনও সুযোগই দেয়নি। বলতে গেলে অনায়াসে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

প্রথম সেটে ২৫-১৫ ও দ্বিতীয় সেটে ২৫-১৩ পয়েন্টে হারে বাংলাদেশ। তৃতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দিতা গড়েও হার এড়ানো যায়নি। হারের ব্যবধান ২৫-২০ পয়েন্ট। আগামীকাল রবিবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।

সর্বশেষ