বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে ডুবে মায়েশা (৫) নামের এক শিশু মারা গেছে। সে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ফুলতলা এলাকার মো. আকতারের মেয়ে।

- Advertisement -

রোববার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ মসজিদের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশুটি দুই দিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আজ বিকেলে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওহি উদ্দিন বলেন, বিকেল পৌনে ৫টার দিকে মায়েশা নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

সর্বশেষ