গ্যাস সিলিন্ডার থেকে ছাত্রীনিবাসে আগুন

রংপুরে গ্যাস সিলিন্ডার থেকে একটি ছাত্রীনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ছাত্রীনিবাসের অন্তত পাঁচটি কক্ষ পুড়ে গেছে। আগুনে শিক্ষার্থীদের সার্টিফিকেট, ল্যাপটপসহ প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

- Advertisement -

রোববার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর শিমুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর ছাত্রীনিবাসের রান্নাঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ছাত্রীনিবাসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল সালাম বলেন, খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়।’

সর্বশেষ