তাল নিতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

বোয়ালখালী প্রতিনিধি:  চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির পাশে পুকুর পানি থেকে তাল নিতে গিয়ে পুকুরে ডুবে সজিব নামের ১২ বছরের এক শিশু মারা গেছে।

- Advertisement -

সোমবার বেলা সাড়ে ৯টার দিকে বোয়লখালী পৌরসভার ৮নং ওয়ার্ডে পশ্চিম গোমদন্ডী হাজী ইদ্রিস মাঝির বাড়ীতে এ ঘটনা ঘটে । নিহত সজিব ওসমান গনির ছেলে।

স্থানীয় রিনা আক্তার জানান, খেলতে গিয়ে পুকুর পাড়ে থাকা তালগাছ থেকে পানিতে তাল পড়তে দেখলে সে (সজিব) পানিতে ঝাঁপ দেয়। পরে দীর্ঘক্ষণ পানি থেকে না উঠলে একজন রিক্সাচালক দেখে তার স্বজনদের খবর দেয় এবং তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসরাত হোসাইন জানান, পুকুর ডুবে যাওয়া সজিব নামের এক শিশুর নিথর দেহ নিয়ে আসলে দেখে মৃত ঘোষণা করা হয়।

সর্বশেষ