spot_imgspot_img
spot_imgspot_img

সিরাজগঞ্জে ট্রাক মালিকদের পরিবহন ধর্মঘট

spot_img

জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধির দাবিতে বাঘাবাড়ি নৌ বন্দরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি।

- Advertisement -

গতকাল রবিবার বিকেল থেকে ধর্মঘটের ডাক দেয় সিরাজগঞ্জ, শাহাজাদপুর ও নগরবাড়ী ট্রাক মালিক সমিতির নেতারা। এতে বন্ধ রয়েছে বাঘাবাড়ি বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন। এর ফলে ১৬ জেলার সার সরবারহ বন্ধ থাকায় ইরি মৌসুমে কৃষকদের সারের সংকটে পরার শঙ্কা তৈরি হয়েছে।

যদিও পন্যবাহী ট্রাক বন্ধ থাকলেও চলছে তেলবাহী ট্যাংলরি।

অন্যদিকে, ট্রাকে পাথর ও বালি ওঠা-নামায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির প্রতিবাদে তৃতীয় দিনের মত পাথর বেচাকেনা বন্ধ রেখে ধর্মঘট করছেন পঞ্চগড়ের ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, হঠাৎ করেই শ্রমিকরা তাদের মজুরি দ্বিগুণ বাড়ানো দাবি জানায়। এর প্রতিবাদে গত শনিবার সকাল থেকে জেলা পাথর-বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের ডাকে এই ধর্মঘট শুরু হয়। পাথর-বালি বেচাকেনা বন্ধ থাকার ফলে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক।

শ্রমিকরা বলছেন, নিত্যপন্যসহ সব কিছুর দাম বাড়ায় আগের মজুরীতে সংসার চলছে না।

অবকাঠামো উন্নয়ন কাজে প্রতিদিন ৪শ’ থেকে ৫শ’ ট্রাক পাথর এবং নদীর মোটা বালি পরিবহন হয় পঞ্চগড়ের বিভিন্ন এলাকায়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ