মেহেরপুর সমাজসেবা কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জিটুপি (গভঃ টু পার্সন) পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপেতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।

সর্বশেষ