spot_imgspot_img
spot_imgspot_img

সবাইকে মাঠে নেমে খেলতে হবে: শামীম ওসমান

spot_img

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘তারাও (বিএনপি) খেলায় নামবেন। সেই চূড়ান্ত খেলায় খুনিরা পরাস্ত হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার জয়লাভ করবে। শেখ হাসিনা শুধু দেশের সম্পদ নয়, আগামী প্রজন্মের জন্য আইডল। তিনি হেরে গেলে বাংলাদেশ পথ হারাবে। আমাদের সামনে এই যে মরণপন খেলা অপেক্ষা করছে সেটির জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সবাইকে মাঠে নেমে খেলতে হবে। আর খেলায় খুনিরা নিশ্চিত হেরে যাবে।’

- Advertisement -

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরের সরকারি সূতি ভিএম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘দেশে একটি খেলা এখন সময়ের অপেক্ষা। সেই খেলা হবে সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে। একাত্তর, পঁচাত্তর ও একুশে আগস্ট গ্রেনেড হামলার খুনিরা সবাই এক। এরা দেশে আবার খুনখারাপির খেলা শুরু করেছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল মোমেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় এমপি তানভীর হাসান ছোটমনির, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ