বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১শ লিটার দেশিয় চোলাই মদ ও সিএনজিসহ তিন পাচারকারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) সকালে বাইশারী ইউনিয়নের বাজার এলাকায় বাইশারী-ঈদগড় সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো— বাইশারীর ইউনিয়নের মীর আলমের ছেলে রবি উল্লাহ (৩৩), রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ফরিদুল আলমের ছেলে মো. রবি (২৭) ও অপর একজন ঈদগাঁ উপজেলার ইসলামাবাদ গ্রামের আবু তালেবের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার এসআই হাবিব ও তপু শাহা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাইশারী-ঈদগড় সড়ক থেকে একশত লিটার দেশিয় তৈরি মদ ও সিএনজিসহ তিনজনকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, আটককৃত তিন ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।