কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬

কেরানীগঞ্জের জিঞ্জিরায় একটি বাসায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে জিনজিরায় মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় এই আগুনের ঘটনা ঘটে।

- Advertisement -

দগ্ধরা হলেন- মোছাম্মৎ বেগম, তার মেয়ে সোনিয়া আক্তার, সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার, বেগমের নাতি সাহাদত হোসেন ও ইয়াছিন এবং পান্না বেগম।

স্বজনরা জানান, জিনজিরার মান্দাইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তারা। ভোরে রান্নাঘরের চুলা ধরানোর সময় পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে চিৎকার শুনে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানিয়েছে, দগ্ধদের শরীর ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এদের মধ্যে শাহজাদাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে সবার অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, মান্দাইল জেলেপাড়ার একটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তারাই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সর্বশেষ