হাজারীবাগে নবজাতকের লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১ আগস্ট) হাজারীবাগ থানা এলাকার এস আর পেট্রোল পাম্পের বিপরীত পাশে খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কন্যাশিশুটিকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ